চলমান সংবাদ

পাহাড় কেটে স্থাপনা, অনুমতি ছাড়া ডকইয়ার্ড ৫ ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা

নগরের বিভিন্নস্থানে পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ ও অনুমতি ছাড়া ডকইয়ার্ড চালিয়ে পরিবেশের ক্ষতি করায় ৫ জনকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (৮ আগস্ট) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরি এ আদেশ দেন। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাহাড় কাটার দায়ে চার ব্যক্তিকে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরের শাপলা আবাসিক এলাকায় জঙ্গল লতিফপুর এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করায় মো. নুরুল আলমকে ৫ লাখ টাকা, কোতোয়ালীর পাহাড়তলী এলাকার আমিনা বেগমকে ১ লাখ টাকা, লালখান বাজারের দক্ষিণ পাহাড়তলী এলাকার জাহিদুল ইসলাম জাবেদকে ৫০ হাজার টাকা এবং একই এলাকার সাবিনা বেগমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া নগরীর কালুরঘাট এলাকায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া ডকইয়ার্ড পরিচালনার দায়ে মাইনুদ্দিন নামে আরও এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী সাত দিনের মধ্যে তাদের জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

# ০৮.০৮.২০২১ চট্টগ্রাম #