চলমান সংবাদ

টোকিও অলিম্পিক ২০২০ সমাপ্ত

করোনা মহামারীর ভিতরে এক বছর দেরীতে হলেও জাপানের টেকিওতে অলিম্পিকের ৩২তম আসর বসে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী চলমান পৃথিবীর সবচাইতে বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতার আজ সমাপ্তি ঘোষণা করেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বেখ। পরবর্তীতে ২০২৪ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী পেরিসে। টোকিওতে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিক গেমসে রেকর্ড সংখ্যক ৩৩টি প্রতিযোগিতা এবং ৩৩৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। জাপানের ৪২টি ভেন্যুতে এসব প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার শীর্ষ পাঁচে থাকা চীন, জাপান, গ্রেট ব্রিটেন ও রাশিয়ান অলিম্পিক কমিটি টীমকে পেছনে ফেলে ৩৯টি স্বর্ণসহ মোট ১১৩টি পদক নিয়ে শীর্ষস্হান দখল করেছে যুক্তরাস্ট্র। ৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক নিয়ে দ্বিতীয় স্হানে রয়েছে চীন।
# ৮ আগস্ট ২০২১, প্রগতির যাত্রী ডেস্ক #