চলমান সংবাদ

আজ ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচী

অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনাইটেডের সাথে সিআরবিতে হাসপাতাল করার চুক্তি বাতিল করার আহ্বান জানিয়ে গতকাল সিআরবি রক্ষা মঞ্চের অবস্থান কর্মসূচী পালিত হয়। সভার শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও সিআরবি রক্ষা আন্দোলনের নেতা ডঃ গাজী সালেহউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিআরবি রক্ষা মঞ্চের এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, “মুষ্টিমেয় সুবিধাভেগী ছাড়া চট্টগ্রামের সর্বস্তরের মানুষ সিআরবিতে ইউনাইটেড গ্রুপের হাসপাতাল ও কলেজ নির্মাণের অন্যায় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।কারণ মুনাফার আগ্রাসনে কিভাবে চট্টগ্রামের ঊম্মুক্ত পার্ক-উদ্যান, খেলার মাঠ দখল করা হয়েছে, চট্টগ্রামবাসী তার বড় ভুক্তভোগী।অপরিকল্পিত উন্নয়নে নান্দনিক সবুজ চট্টগ্রামকে আজ কংক্রিটের নগরীতে পরিণত করা হয়েছে।অবশিষ্ট নান্দনিক সিআরবি এলাকাতেও আজ মুনাফালোভীরা থাবা বসাতে উদ্যত।কিন্তু চট্টগ্রামের জনগণ জানিয়ে দিয়েছে,তারা সিআরবি ধ্বংস করে কোন হাসপাতাল ও স্থাপনা নির্মাণ হতে দেবেনা।
বক্তারা জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ইউনাইটেডের সাথে রেলের চুক্তি বাতিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।  সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে গতকাল বিকাল ৫ টায় সিআরবি সাতরাস্তার মোড়ে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মঞ্চের সহসমন্বয়ক গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা,মঞ্চের সহসমন্বয়ক স্বপন মজুমদার,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমী,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক অপুদাশগুপ্ত,বাসদ নেতা মহিনউদ্দিন,বাসদ(মার্কসবাদী) সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,উদ্বিগ্ন নাগরিকবৃন্দ এর পক্ষে সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি,প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি রিজোয়ান রাজন, , বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সিআরবি এলাকাবাসীর পক্ষে শান্তনু দাশ, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সহসভাপতি জনাব বশির আহমদ চৌধুরী,নাট্যধার দলপতি মাশরুজ্জামান মুকুট,শিক্ষক সালমা জাহান মিলি,সমাজকর্মী নাগরিস চৌধুরী,প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের পক্ষে ফরহাদ জামান জনি,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সাংগটঠনিক সম্পাদক অরুনা সরকার,এসকেএসপির পরিচালক ইসতিহাদ হোসেন,এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার।সমাবেশ পরিচালনা করেন নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এড বিশুময় দেব।
অবস্থান কর্মসূচীতে চবি সমাজবিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ও সিআরবি রক্ষা আন্দোলনের নেতা ডঃ গাজী সালেহউদ্দিনের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশ থেকে আগামীকাল ৮ আগস্ট বিকাল ৪ টায় ইউনাইটেডকে লাল কার্ড প্রদর্শনী কর্মসূচী ও ৯ আগস্ট বিকাল ৪ টায় সাইকেল র্যালি সফল করার আহবান জানানো হয়।