চলমান সংবাদ

চট্টগ্রামে করোনায় রেকর্ড মৃত্যু

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত রোগীর সংখ্যা। সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১৪ জন, যা এখন পর্যন্ত একদিনে চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭০৯ জন, যা আগের দিন ছিল ৬০৩ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ০৫ শতাংশ। রোববার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জনের দেয়া সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৯টি ল্যাবে ২০৮২ জনের নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪১৬ জন ও উপজেলার ২৯৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮ জনে। এর মধ্যে নগরের ৫০ হাজার ১৩৪ জন এবং উপজেলার ১৪ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া রেকর্ড ১৪ জনের মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা, আর বাকি ৭ জন উপজেলার। করোনাক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৯৭ জন নগরের এবং বিভিন্ন উপজেলার ২৭৪ জন। এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রাম জেলায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছিল। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা নেই। মানুষ এখনও উপলব্ধি করতে পারছে না- আমরা আসলে কোন পর্যায়ে আছি। মৃত্যুর হার একটি সংখ্যা মাত্র, কিন্তু এর পিছনে পরিবারগুলোর কি পরিমাণ ক্ষতি এবং কষ্ট লুকিয়ে আছে তা বর্ণনা করা যাবে না। তাই নিজেদেরই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। নতুন করে উপজেলায় আক্রান্তদের মধ্যে সীতাকুন্ডে সর্বোচ্চ ৫৪ জন, হাটহাজারীতে ৪৮ জন, মিরসরাইয়ে ৩৩ জন, চন্দনাইশে ২৯ জন, ফটিকছড়িতে ২৩ জন, রাউজানে ১৯ জন, রাঙ্গুনিয়ায় ১৮ জন, সন্দ্বীপে ১৬ জন, সাতকানিয়ায় ১৫ জন, পটিয়ায় ১৪ জন, বোয়ালখালীতে ১১ জন, বাঁশখালীতে ৮ জন, লোহাগাড়ায় ৪ জন। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

# ১১.০৭.২০২১ চট্টগ্রাম #