চলমান সংবাদ

মর্ডানা ও সিনোফার্মের টিকা পৌঁছেছে চট্টগ্রামে

 চট্টগ্রামে পৌঁছেছে আমেরিকার করোনাভাইরাস প্রতিষেধক মর্ডানা ও চীনের তৈরি সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন। রোববার (১১ জুলাই) সকালে সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে ১২০ কার্টন ভর্তি টিকা বহনকারী বিশেষ গাড়ি। আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে এ ভ্যাকসিন দেওয়া শুরু করা যাবে বলে আশা করছেন চট্টগ্রাম স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আসা মর্ডানার প্রতি কার্টনে ৪শ’ ভায়াল ও প্রতি ভায়ালে ১০ ডোজ করে মোট ১ লাখ ৫ হাজার ৬শ’ ডোজ এবং সিনোফার্মের প্রতি কার্টনে ৪শ’ ভায়াল ও প্রতি ভায়ালে ২ ডোজ করে মোট ৭৮ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন রয়েছে। ভ্যাকসিনগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) সংরক্ষণ করা হয়। বিভিন্ন টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এসব টিকা পৌঁছে দেওয়া হবে জানিয়ে সিভিল সার্জন বলেন, মডার্নার টিকা সিটি কর্পোরেশন এলাকার ৯টি কেন্দ্রে এবং সিনোফার্ম’র টিকা উপজেলাগুলোতে দেওয়া হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে প্রথম দফায় পাওয়া সিনোফার্মের ৯১ হাজার ২শ’ ডোজ ভ্যাকসিন থেকে ১২ জুলাই পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৩ জুলাই থেকে সিনোফার্ম’র টিকা বন্ধ করে মডার্নার টিকা দেওয়া হবে। চমেক হাসপাতাল থেকে সিনোফার্ম’র টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করে রাখা হবে। তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, আগামী ১৩ জুলাই মঙ্গলবার থেকে মর্ডানার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে। সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানার ভ্যাকসিন মোট ৯টি কেন্দ্রে পাওয়া যাবে। কেন্দ্রগুলো হচ্ছে- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম ম্যাটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব ম্যাটারনিটি হাসপাতাল, বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ১ম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২শ’ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।

# ১১.০৭.২০২১ চট্টগ্রাম #