চলমান সংবাদ

অবৈধ পশুরহাট উচ্ছেদ করেছে চসিক

নগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসা একটি কোরবানি পশুরহাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ জুলাই) সকালে নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোডে এই অভিযান পরিচালনা করা হয়। চসিক সূত্র জানায়, সিডিএ গরুর বাজারের পাশেই সাগরিকা রোডে ত্রিপল ও বাঁশ বেঁধে আরেকটি অস্থায়ী কোরবানি পশুর বাজার বসানোর চেষ্টা করছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। চসিক’র অনুমতি ছাড়াই প্রায় ৩০০টির মত গরু রাখার খুঁটি তৈরির কাজ চলছিল সেখানে। পরে খবর পেয়ে চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। একই অভিযানে সাগরিকা রোড, বিসিক শিল্প এলাকা, সাগরিকা শিল্প এলাকা, অলংকার মোড়, এ কে খান মোড়, পিসি রোড মোড় ও ডিটি রোড এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়েছে ৬ পথচারীকে। এসময় ৬টি পৃথক মামলা দায়ের করে ২ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে নকল চেরি, জেলিযুক্ত চিংড়ি, অননুমোদিত রং, মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, কম ওজনের বাটখারা ব্যবহারসহ নানা অপরাধে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (১১ জুলাই) চকবাজার, দেওয়ান বাজার ও সাবএরিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয় এবং কেনাকাটায় প্রতারিত হলে অধিদফতরের হটলাইনে (১৬১২১) অভিযোগের অনুরোধ করা হয়।

# ১১.০৭.২০২১ চট্টগ্রাম #