চলমান সংবাদ

আট বছরের শিশুকে পৈশ্বাচিক নির্যাতন, সৎ মা-নানি গ্রেপ্তার

ধারালো ছোরা আগুনে গরম করে ৮ বছরের এক মেয়ে শিশুকে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে সৎ মাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরী পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই শিশুর নাম তাকওয়া ইসলাম ইভা, সে ওই এলাকার মো. ইকবালের মেয়ে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, সৎ মা সালেহা বেগম (৩৬) ও সৎ নানি কমলা বেগম (৫২)। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন শিশুটির দাদি সাগরিকা বেগম (৫৪)। স্থানীয় ও স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, ইভার মায়ের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার বাবা ইকবাল। সৎ মা সালেহার ঘরে বহুদিন ধরেই নির্যাতনের শিকার হয়ে আসছিল সে। নির্যাতনের শিকার ইভা স্থানীয় একটি আবাসিক মাদ্রাসায় থেকে পড়ালেখা করত। ইভা প্রায় সময় মাদ্রাসায় থাকলেও সালেহা মেয়েটিকে বিভিন্ন অজুহাতে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসেন। এরপর তাকে দিয়ে বাসায় ঝাড়– দেওয়া, পানি আনাসহ গৃহকর্মীর মতো বিভিন্ন কাজ করাতেন। গত ঈদের দুদিন আগ থেকে সৎ মায়ের বাসায় থাকা শুরু করে ইভা। গত ২৪ জুন তারিখে বাবা বাসায় না থাকায় শিশু ইভাকে ময়লা ফেলতে পাঠান তার সৎ মা। এ সময় ইভা বাসায় আসতে কিছুটা দেরি করলে আগুনে ছুরি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় তার সৎ মা ও নানি। স্বজন ও প্রতিবেশী সূত্রে বিষয়টি জানতে পেরে শুক্রবার (০২ জুন) রাতে শিশুটির দাদি বাদি হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, প্রাথমিকভাবে শিশুটির সৎ মা ও নানি স্বীকার করেছে যে গরম ছুরি দিয়ে তারা শিশুটির হাতের ও পিঠের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়েছেন। নির্যাতনের কারণে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়। পরে আহত শিশুটিকে কোন চিকিৎসা না দিয়ে, জখম আড়াল করতে তাকে গত সাতদিন ধরে ঘরে আটকে রাখেন সালেহা। দিয়ে আটকে রাখেন তারা। মামলার পরপরই তাদের দুজনকে গ্রেপ্তার করি আমরা। এছাড়া গরম ছ্যাঁকা দেওয়ার কাজে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করেছি। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দু’জনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। # ০৩.০৭.২০২১ চট্টগ্রাম #