চলমান সংবাদ

চট্টগ্রাম বন্দরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে বন্দর ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করা হয়। বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান একটি আ¤্রপালি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির সাথে সংহতি রেখে এই উদ্যোগ নেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান এম শাহজাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশের বিপর্যয় থেকে দেশবাসীকে বাঁচানো এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাতীয় কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির সাথে সংগতি রেখে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অফিস, আবাসিক এলাকা,স্কুল-কলেজ, হাসপাতাল, রেস্টহাউজসহ সংশ্লিষ্ট স্থাপনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। এসময় চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম (যুগ্ম সচিব), সদস্য (অর্থ) মো. কামরুল আমিন (যুগ্ম সচিব), সদস্য (প্রকৌশল) কমডোর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ বন্দরের সকল বিভাগীয় প্রধান ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # ৩০.০৬.২০২১/চট্টগ্রাম#