চলমান সংবাদ

এবার ছয়টি পশুর হাটের ডাক দেবে চসিক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চট্টগ্রাম মহানগরে ছয়টি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে। এর মধ্যে তিনটি স্থায়ী ও তিনটি অস্থায়ী পশুর হাট বসানো হবে। ১ জুলাই বৃহস্পতিবার হাটগুলোর ইজারা নিয়ে নোটিশ জারি করবে সংস্থাটি। চসিকের প্রধান রাজ¯^ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নূরনগর হাউজিং সংলগ্ন কর্ণফুলী পশুরহাট,সল্টগোলা রেলক্রসিং এবং পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণে টিকে গ্রæপের মাঠে বসবে অস্থায়ী পশুর হাট। এছাড়া সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড়ে স্থায়ী পশুর হাট থাকবে। আগামী ২০ জুলাই চাঁদ দেখা সাপে¶ে কোরবানির ঈদ হতে পারে। সেই হিসাব করে আগামী ১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত অস্থায়ী হাটের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের মধ্যে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে। চসিক সূত্রে জানা গেছে, গতবছর তিনটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি চারটি অস্থায়ী হাট বসানো হয়েছিল। তবে এবার জেলা প্রশাসনের কাছ থেকে ৭টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন চাওয়া হলে তিনটি হাট বসানোর অনুমতি পাওয়া গেছে। এদিকে, করোনা মহামারীর কারণে অস্থায়ী হাটের ¶েত্রে বেশ কিছু শর্ত দিয়েছে জেলা প্রশাসন। শর্তগুলোর হলো- ¯^াস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। হাটে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা রাখতে হবে। ক্রেতা-বিক্রেতা সবার মাস্ক পরিধান এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। লাইন ধরে সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধান সড়ক থেকে ১০০ গজ দূরে হাট বসাতে হবে, যাতে যানবাহন চলাচলে সমস্যা না হয়। হাটের সীমানার বাইরে বা রাস্তায় কোনো পশু রাখা বা খুঁটি বসানো যাবে না। হাটে ভেটেরিনারি চিকিৎসকের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি সিসিটিভি ক্যামরা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

# ৩০.০৬.২০২১/চট্টগ্রাম#