চলমান সংবাদ

ছিনতাই হওয়া স্বর্ণ কিনে কারাগারে দুই ব্যবসায়ী

চট্টগ্রামে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনসহ দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) গভীর রাতে নগরীর চৌমুহনী ও মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৩ জুন গ্রেপ্তার হওয়া এক ছিনতাইকারীর রিমান্ডে দেওয়া তথ্য অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিলাসদ্বীপ স্বর্ণ শিল্পালয়ের স্বত্ত্বাধিকারী পূজন ভাদুরী (৪৫) ও মদিনা গোল্ড ফ্যাশনের স্বত্ত্বাধিকারী লিটন ধর (৩২)। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত পূজন ও লিটন স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু তারা ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণ কিনত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, কম দাম কম, লাভ ভাল- তাই ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্ণ কিনত। গত ২৩ জুন গ্রেপ্তারকৃত ছিনতাইকারী আকাশকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে এই দুই স্বর্ণ ব্যবসায়ীর তথ্য পাওয়া যায়। পরে আকাশের দেওয়া তথ্য অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের কাছ থেকেই দুটি করে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। আকাশসহ এই দুইজনের বিরুদ্ধে ৪১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। এদিকে নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফ ওরফে কামরুল (২৩), ইমতিয়াজ হোসেন বাপ্পি (২৫), রিমন নাথ (২৫) ও শহীদুর রহমান ওরফে নিজা (২৫)। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চকবাজার থানার ওসি মুহাম্মদ আলমগীর মাহমুদ বলেন, শনিবার রাতে হারেছ শাহ মাজার সংলগ্ন রোড খালপাড় ব্রিজের উপর ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ধারালো টিপ ছোরা, দুটি ছোরা এবং একটি চাপাতিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।

# ২৭.০৬.২০২১ চট্টগ্রাম #