চলমান সংবাদ

চট্টগ্রামের পাহাড়ে বাগানের কাজ করছে রোহিঙ্গারা

কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে রোহিঙ্গারা চট্টগ্রামের পাহাড়ে বাগান,ক্ষেত-খামারসহ নানা দিন মজুরি কাজেও শ্রমিক হিসেবে কাজ করছে। কম মজুরিতে হওয়ায় বাঙ্গালিরা তাদেরকে নিয়োগ দিচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামের পটিয়া, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়াসহ বিভিন্ন উপজেলার পাহাড়ি এলাকাগুলোতে তারা বসতি স্থাপন করে থাকছে বলেও জানা গেছে। ক্যাম্প থেকে বাইরে ছড়িয়ে পড়া রোহিঙ্গা আটকাতে আইনশৃক্সখলা বাহিনীকে আরো সতর্ক দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন সচেতন মহল। এমনকি এক্ষেত্রে রোহিঙ্গাদের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণের পক্ষেও তারা মত দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) সূত্রে জানা গেছে, কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা মূলত ক্যাম্পের ভিতরেই নৈশ প্রহরী বা পয়ঃ নিষ্কাশন কাজ পাওয়ার অনুমতি রয়েছে। গত ২৬ জুন শনিবার রাতে অভিযান চালিয়ে বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতদেরকে বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়, জৈষ্ঠপুরা, আমুচিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আটকরা হলেন- শফি আলম, মুজিবুল্লাহ, মো. রফিক, মো. আইয়াজ, শামীম, এরশাদুল্লাহ, নূর ইসলাম, কলিমুল্লাহ, মো. জোবায়ের, রিয়াজুল হক, হামিদুল্লাহ, নূরুল কবির, সৈয়দুল আমিন, মো. সাকের, মো. ইসমাইল, মো. কায়সার, সামসুদ্দোহা, শফি আলম, কবির আহাম্মদ, জুবায়ের হোসেন, মকবুল নবী, শফি আলম, মো. ইদ্রিছ, সৈয়দ করিম, আবুল কালাম, রিয়াজুল্লাহ, আব্দুর রহমান, মো. আনোয়ার, নূর কবির, আব্দুল্লাহ ও নূর হামিদ। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করা হয়। ক্যাম্প থেকে পালিয়ে এসে করলডেঙ্গা পাহাড়ের বিভিন্ন বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। আটকদের মধ্যে সবাই পুরুষ। আজ (২৭ জুন) তাদের আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদেরকে ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরুর করার জন্য নির্দেশনা দিয়েছেন। # ২৭.০৬.২০২১/চট্টগ্রাম