চলমান সংবাদ

গাড়ীর অগ্রিম আয়কর নির্ধারণ প্রজ্ঞাপনের নিন্দা

চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের জরুরী সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের এক জরুরী সভা আজ ২৭ জুন ২০২১ ইংরেজি রোববার সংগঠনের মাদারবাড়ীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল প্রকার গাড়ীর উপর অগ্রিম আয়কর নির্ধারণ সংক্রান্ত সরকারী প্রজ্ঞাপনের তীব্র নিন্দা ও কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব আজিজুল হক, অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক, অতিরিক্ত মহাসচিব কে এম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মাষ্টার আবুল কাশেম, সদস্য জসিম উদ্দিন ভুঁইয়া, আলহাজ্ব সাইফুল ইসলাম, এম.এ মান্নান মান্না, নজরুল ইসলাম দুলাল, মোঃ মিলন, মোঃ আবদুচ সালাম, মোঃ হোসেন তালুকদার, জালাল উদ্দিন ছিদ্দিকী, মোঃ নিজাম উদ্দিন, কাজী আরিফুর রহমান, মোঃ বেলাল হোসেনসহ সিনিয়র নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে আবু বকর ছিদ্দিক বলেন, গাড়ীর উপর অগ্রিম আয়কর নির্ধারণী প্রজ্ঞাপনটি গাড়ীর মালিকদের উপর চরম নিষ্ঠুরতা ও জুলুমের নামান্তর। সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অবিলম্বে পরিবহন সেক্টরের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যৌক্তিক ও সহনীয় মতে অগ্রিম আয়কর পুনঃনির্ধারণের জন্য তিনি সরকারের নিকট দাবী জানান। অন্যথায় সারাদেশের পরিবহন মালিক-শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। তিনি বর্তমান করোনা মহামারির এই সংকটকালে অগ্রিম আয়কর গাড়ীর মালিকদের উপর ‘মরার উপর খারার ঘা’ হিসাবে আখ্যায়্যিত করে দেশের অর্থনীতির চাকা সচলকারী পরিবহন সেক্টরের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।

#২৭ জুন ২০২১, প্রেস বিজ্ঞপ্তি#