চলমান সংবাদ

দুর্ধর্ষ সন্ত্রাসী, গ্যাং লিডার ‘ভিখারি’ অস্ত্রসহ গ্রেপ্তার

মো. শাহেদ ওরফে ভিখারি (২৫) একজন তালিকাভুক্ত সন্ত্রাসী, কিশোর গ্যাং লিডার ও শীর্ষ মাদক ব্যবসায়ী । তিনি বিয়ে করেছেন দুইটি। একাধিক বান্ধবীও আছে। বান্ধবীদের কাজ হলো প্রেমের ফাঁদ পাতা আর ভিখারির কাজ হলো ব্ল্যাকমেইল করে অস্ত্রের মুখে সর্বস্ব কেড়ে নেয়া। অবশেষে ৮ মামলার আসামি সেই ভিখারিকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩জুন) ভোরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পুলিশের হাতে তার ৬ষ্ঠ বার গ্রেপ্তার হয়েছেন তিনি, কিন্তু প্রতিবারই জামিনে বেরিয়ে জড়িয়ে পড়ে অপরাধে। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শাহেদ ওরফে ভিখারি ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। সে ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ী। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও রয়েছে।  সে বিভিন্ন স্থান থেকে মাদক এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে। মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল রয়েছে। কেউ তার এবং মাদকের বিরুদ্ধে কথা বললে সে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। সর্বশেষ বেপারিপাড়া এলাকায় মাদক বিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারি বাহিনী। এতে ২ জন মারাত্মকভাবে আহত হয়।

পুলিশ জানায়, ভিখারি বাহিনী ছিনতাইয়ের সাথেও জড়িত।  ভিখারির বান্ধবীরা বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। আর সুযোগ বুঝে ভিখারি ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। এসব কাজে বান্ধবীদেরকে রাজি করাতে সে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লিখে। তিনি বলেন, ছোটবেলায় আর্থিক অভাব-অনটনে থাকায় বন্ধুরা তাকে ভিখারি নাম দেয়। তার বিরুদ্ধ বিভিন্ন থানায় আটটি মামলা আছে। ইতোমধ্যে ৫ বার গ্রেপ্তারও হয়েছে। কিন্তু প্রতিবারই জামিনে বেরিয়ে সে আবারো অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। রোববার তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধাদেরর ঘটনায় ভিখারি ও তার তিন পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

# ১৩.০৬.২০২১ চট্টগ্রাম #