চলমান সংবাদ

চা শ্রমিক ইউনিয়ন নেতা বাবুল বিশ্বাসের মৃত্যুতে

-চা শ্রমিক নেতাদের শোক প্রকাশ   

বাবুল বিশ্বাস

আগামীকাল ১৪ জুন ’২১ সোমবার মন্দিরে   চা শ্রমিকনেতা, চট্টগ্রাম চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাসের ৪র্থ দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চা শ্রমিকদের জনপ্রিয় নেতা বাবুল বিশ্বাস ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত শুক্রবার ম্যাক্স হাসপাতালে মৃত্যবরণ করেন। বাবুল বিশ্বাসের শব যাত্রায় হাজার হাজার নারী-পুরুষ ও চা শ্রমিক যোগ দেন ।

বাবুল বিশ্বাস বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করায় ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের আমলে তাকে দীর্ঘ ২৩ মাস বিনা বিচারে জেলে আটক রাখা হয়। তিনি ১৯৮৬ সালে বারমাসিয়া, এলাহী নূর, হালদা ভ্যালি, সুজা নগর চা বাগান সমূহ খোলার দাবীতে ফটিকছড়ি হতে হাজার হাজার শ্রমিককে সাথে নিয়ে বাংলাদেশ চা বোর্ড, কৃষি ব্যাঙ্ক এবং মালিকের প্রধান কার্যালয় ঘেরাও এ নেতৃত্ব দেন। চা শ্রমিক নেতা বাবুল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা তপন দত্ত, সভাপতি মাখন লাল কর্মকার, সাধারন সম্পাদক রাম ভোজন কৈরি, চট্টগ্রাম চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা প্রদীপ দাশ, অপু কুর্মী, মনা মিয়া, সাধন চক্রবর্তী, নবকুমার ত্রিপুরা প্রমূখ চা শ্রমিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

বাবুল বিশ্বাস তাঁর এলাকায় খুব জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন।  এলাকায় জনপ্রতিনিধি নির্বাচনে তার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো।