চলমান সংবাদ

বনফুল ক্লাবের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসুচি পালিত

বনফুল ক্লাবের উদ্যেগে বন্দর নগরীর ৩৯ নং ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসুচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণের পর সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বনফুল ক্লাবের সংগঠক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, হাজী আতর আলী শাহ মসজিদের খতিব ওসমান গণি,চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী নিশান রায়,সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী অয়ন সেন গুপ্ত,সিটি কলেজের শিক্ষার্থী শুভ নাথ, মারিয়া আলি মাহি,মো জীবন,মো বেলাল, সৈয়দ মোহাম্মদ সামাইল প্রমুখ। সভায় বক্তারা বলেন, গাছ হচ্ছে পৃথিবীর পরিবেশের ছাকনি। ছাকনি যেমন পানি থেকে ময়লা শোষণ করে পানিকে পরিশুদ্ধ করে তেমনি গাছও পরিবেশ থেকে বিষাক্ত গ্যাস শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ করে। নির্বাচারে গাছপালা কেটে ফেলায় নেতিবাচক প্রভাব পড়ছে পানি চক্র, ভূমি ও মানুষের জীবন মানের ওপর। বনে বাস করা পৃথিবীর ৭০ শতাংশ প্রাণীর মধ্যে অনেক প্রজাতিই তাদের আবাস হারিয়ে প্রায় বিলুপ্তির পথে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে আমাদের দেশ চরম ঝুঁকিতে রয়েছে। প্রকৃতিতে বৃক্ষই একমাত্র প্রজাতি যারা ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আমাদের বাঁচার প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে এবং বৈশ্বিক উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করে। নানা অজুহাতে বৃক্ষ নিধন এবং বনাঞ্চলগুলো ধ্বংস করার কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। বক্তারা আরো বলেন, বৈশ্বিক উষ্ণতার নেতিবাচক প্রভাবে এখন সারা পৃথিবীতে ঝড়, জলোচ্ছাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, মেরু অঞ্চলের হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে পরিবেশ এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় অবিলম্বে এরকম কর্মসূচী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে গ্রহণ করা প্রয়োজন।