চলমান সংবাদ

আট হাজার লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ১

 নগরীর কর্ণফুলী এলাকায় একটি তেলের গুদামে অভিযান চালিয়ে আট হাজার লিটার চোরাই ডিজেলসহ আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জুন) রাতে কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমীরপুর এলাকার একটি গুদাম থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে। জব্ধ করা তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। আটক বাল্লা ওই এলাকার মৃত মো. আলীর ছেলে। র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অবৈধভাবে বিপুল পরিমাণ তেল ক্রয়-বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে- এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৮ হাজার লিটার চোরাই তেল জব্দ করা হয়। বন্দরে কাছাকাছি থাকা তেলবাহী লাইটার জাহাজ থেকে সবাইকে ফাঁকি দিয়ে তেল চুরি করে একটি চক্র। এছাড়া বিদেশ থেকে আসা জাহাজগুলো থেকে চুরি হওয়া তেল কিনে মজুদ করে বাল্লা। পরে বেশি দামে চোরাই এসব তেল বিভিন্ন স্থানে বিক্রি করতো। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাই তেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘উদ্ধার করা এসব তেল কিভাবে তারা চুরি করতো তা আসলে রহস্যজনক। এর সাথে একটি চক্র জড়িত। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্ট অপরাধের মামলায় আসামিকে রিমান্ডে চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। #০৪.০৬.২০২১ চট্টগ্রাম #