চলমান সংবাদ

সাঈদীর রায়ের দিন বৌদ্ধ মন্দিরে তান্ডব-ভাঙচুর, মুর্তি চুরি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিচার শুরু

 যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন সাতকানিয়ার চরতীতে বৌদ্ধবিহারে জামায়াত-শিবিরের নাশকতা-তান্ডবের ঘটনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করেছেন আদালত। সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী চার্জশিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের রূপনগর সুদর্শন বৌদ্ধবিহারে তান্ডব চালায়। এতে বিহারের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি মূর্তিও চুরি করা হয়। এ ঘটনায় মার্চ মাসে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ এই মামলার তদৗল্প শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি জামায়াতের শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিটের ওপর শুনানি শেষে সোমবার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জশিটভূক্ত আসামিদের মধ্যে ১৩ জন পলাতক থাকলেও শাহজাহান চৌধুরীসহ ৫ জন বর্তমানে জামিনে রয়েছেন।
# ২৭.১২.২০২১ চট্টগ্রাম #