চলমান সংবাদ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে- শিক্ষ উপমন্ত্রী

 চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল সোমবার সকালে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে স্থাপন করা বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী। ব্যারিস্টার নওফেল বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আন্তরিক। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হাসপাতালটি কোভিডকালীন সময়ে একটি বিশেষায়িত হাসপাতালে পরিণত হয়েছিল। এ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করে শীঘ্রই পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য গুরুত্ব বিবেচনা করে এখানে প্রথমত নতুন ১০ তলা বহুতল ভবন ও পরবর্তীতে ২০ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। একইসাথে প্রয়োজনীয় জনবল নিয়োগ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এ সরকারের মেয়াদে তা করতে পারবো বলে আশা করছি। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, চসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়–য়া, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত প্রমুখ। এসময় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে শিক্ষা উপমন্ত্রীর মাধ্যমে জেনারেল হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করেন ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়–য়া। # ২৭.১২.২০২১ চট্টগ্রাম #