চলমান সংবাদ

সুবিধা বঞ্চিত-প্রতিবন্ধীদের বিনামূল্যে গণশৌচাগার ব্যবহারের উদ্যোগ

নগরীর দরিদ্র, সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রাকৃতিক কর্ম সম্পাদনে চসিক গণ শৌচাগার ব্যবহার বিনামূল্যে করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার সকালে নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনে কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে ভাসমান জনসাধারণের বিনামূল্যে পাবলিক টয়লেট ব্যবহারের জন্য এক্সেস কার্ড বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকে’র উদ্যোগে এবং ওয়াটার এইড বাংলাদেশ সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর মোট জনসংখ্যার ৪০শতাংশ মানুষ বস্তিতে বাস করে। প্রতি বছর চট্টগ্রাম শহরে বাস করতে আসা পাঁচ লক্ষ মানুষের অধিকাংশই বস্তিতে বসতি স্থাপন করেন। যেখানে তারা অনেক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন। যার মধ্যে পানি ও সেনিটেশন অন্যতম। নগরায়নের ফলে গ্রামসহ বিভিন্ন প্রান্তের কর্মমুখী মানুষকে প্রয়োজনের তাগিদে শহরে আসতে হয়। এসময় কর্মমুখী এসকল মানুষদের শৌচকর্মের প্রয়োজনে বিভিন্নভাবে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিশেষভাবে নারী ও প্রতিবন্ধীদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এজন্যই নগরীর সুবিধা বঞ্চিত প্রান্তিক শ্রেণীর মানুষের প্রাকৃতিক কর্ম সম্পাদনে চসিক গণ শৌচাগার ব্যবহার বিনামূল্যে করে দেয়া হয়েছে। নগরীর ভিক্ষুক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষেরা এই সুযোগ পাবেন। তিনি বলেন, পয়: পরিস্কার ও পরিচ্ছন্নতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এনজিও সংস্থা ডিএসকে’র সহায়তায় চসিক’র ৭টি গণশৌচাগারে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে টয়লেট ব্যবহারের সুযোগ প্রদান একটি মহতি উদ্যোগ। ডিএসকে’র পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার আরাফাতুল জান্নাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এএসএম শাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী, কাউন্সিলর হাজী নুরুল হক, ওয়াটার এইড’র পরিচালক হোসেন ইশরাত আদিব প্রমুখ। মেয়র আরো বলেন, যে-কোন আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে সরকারী সংস্থার পাশাপাশি নাগরিক সমাজের সচেতনতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। আমাদের সমাজের এই বিষয়টির যথেষ্ট ঘাটতি রয়েছে। যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ জনস্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি স্বরূপ। এত নানা ধরণের সংক্রমণ রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। তিনি শহরে ভাসমান প্রায় ১৫ লক্ষ মানুষের সুবিধার্থে চসিক আরো পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এর মাধ্যমে শহরের ভাসমান মানুষগুলো টয়লেট, গোসল ও সুপেয় পানি পানের সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান। অনুষ্ঠান শেষে মেয়র সুবিধা বঞ্চিতদের মাঝে টয়লেট এক্সেস কার্ড বিতরণ করেন।
# ২৭.১২.২০২১ চট্টগ্রাম #