চলমান সংবাদ

ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে স্কপের মানববন্ধন ও সমাবেশ

স্কপের মানববন্ধনে বক্তব্য রাখছেন স্কপ চট্টগ্রাম জেলার সমন্বয়ক তপন দত্ত

ঈদের আগে সকল শ্রমিকদের মার্চ মাসের পূর্ণ বেতন এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোনাস প্রদানের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মু∙ শফর আলীর সভাপতিত্বে এবং ট্রেড ইউনিয়ন সংঘের চট্টগ্রাম জেলার আহ্বায়ক মোঃ খোরশেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি এবং চট্টগ্রাম স্কপের আহ্বায়ক তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সভাপতি কাজী আলতাফ হোসেন, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি নুরুল আবছার তৌহিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মহিন উদ্দিন, বাংলাদেশ ফ্রী ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, জাতীয় শ্রমিক লীগের উজ্জ্বল বিশ্বাস, লুৎফুন্নাহার সোনিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের জাহেদ উদ্দিন শাহিন, জাতীয় শ্রমিক জোটের জ্যোছনা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ঈদ বোনাস প্রত্যেক শ্রমিকের ন্যায় সংগত অধিকার। প্রতি বছর শ্রমিকদের পক্ষ থেকে ২০ রমজানের মধ্যে বোনাস প্রদানের জন্য দাবি জানানো হয়ে থাকে। কিন্তু লক্ষ করা যাচ্ছে, অতীতের মত এবারও বিভিন্ন মালিক পক্ষ বোনাস প্রদান নিয়ে নানা তালবাহানা শুরু করে দিয়েছে। এখনও বেশীরভাগ শ্রমিক বোনাস পায়নি।  অন্যদিকে হোটেল এন্ড রেস্টুরেন্ট, বেকারী ও কেফেকশনারী, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স খাতের শ্রমিকেরা বোনাসতো দুরের কথা ব্যবসা মন্দার কথা বলে অধিকাংশ মালিক  শ্রমিকদের রমজান মাসে চাকরীচ্যুত করেছে।  এই সকল চাকরীচ্যুত শ্রমিকেরা রমজান মাসের পরেও চাকরি পাবে কিনা তা নিয়েও যথেষ্ট রয়েছে। এই বিষয়ে তদারকির দায়িত্বে থাকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারী দপ্তরের ভূমিকাও সন্তোষজনক নয়। ফলে প্রত্যেক বছর দেশের বেশীরভাগ শ্রমিক বেতন-বোনাস পাওয়া থেকে বঞ্চিত থেকে যায়। আর যে সকল মালিক শ্রমিকদের ঈদ বোনাস দেয় তা এমন সম দেয়া হয় যখন  শ্রমিকদের পক্ষে ঈদের কেনা-কাটা করাও কঠিন হয়ে পরে। নেতৃবৃন্দ বলেন ২০ রমজানের মধ্যে এখনও যারা ঈদ বোনাস দেয়নি তাদেরকে অবশ্যই ২৫ রমজানের মধ্যে ঈদ বোনাস দিতে হবে। এর ব্যতিক্রম হলে চট্টগ্রামের শ্রমজীবী মানুষেরা মেনে নিবে না।

সমাবেশে নেতৃবৃন্দ ঈদ বোনাস দেয়ার পাশাপাশি মার্চ মাসের পূর্ণ বেতন এবং এপ্রিল মাসের আংশিক বেতন প্রদানেরও দাবি জানান।