চলমান সংবাদ

ঈদের আগে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবীতে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স দেশের শ্রমজীবী জনগোষ্টির জীবনমান উন্নয়নে র্দীঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বিল্স-এর চলমান কার্যক্রমের অংশ চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের উদ্যোগে ঈদের আগে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করার দাবীতে গতকাল  ২৯ মার্চ শুক্রবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিল্স যুব নেটওয়ার্কের পক্ষে জাতীয় শ্রমিক লীগের উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে ও টিউইসি-র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন শ্রমিক নেতা ও জেলা টিইউসি সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক লীগের মু. শফর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এ এম নাজিমউদ্দিন, বিএমএসএফ-এর কাজী আলতাফ হোসেন, বিএলএফ-এর নুরুল আবছার ভূঁইয়া, বিএফটিইউসি-র কে এম শহীদউল্লাহ, জেএসজে-র শাহানা আক্তার, বিলস যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের নাসরিন আক্তার, এডভোকেট ইকবাল হোসেন, রেখা বড়ুয়া, নাজমা আক্তার, বিলস-এর পাহাড়ী ভট্টাচার্য, বিবিএফ-এর সোহেল উদ্ দৌজা, সংশপ্তকের মো. রফিকুল ইসলাম প্রমূখ।

সমাবেশ ও মানববন্ধনে বিল্স সহযোগি বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বিল্স যুব নেটওয়ার্ক নেতৃবৃন্দ বলেন প্রতিবছর তৈরী পোষাক শিল্পসহ অপরাপর শ্রম খাতে কর্মরত শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন-ভাতা, ওভারটাইম ও পাওনাদি প্রদানে মালিকপক্ষ নানা টাল বাহানা, গড়িমসি করে। এতে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে নির্বিসঘ্নে ঈদ উদ্যাপনে ব্যর্থ হয়। বক্তারা এবছর ২০ রোজার মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের জোর দাবী জানিয়ে সরকার ও প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের উদাত্ত  আহ্বান জানান।