চলমান সংবাদ

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ উদ্ধার ১৩৯, নিখোঁজ ৩

সাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন৷ ফাইল ফটো৷ ইওয়ান মাটেও পারা/এপি

সমুদ্রপথে যাওয়া একটি তেলবাহী ট্যাংকার এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে বলে জানিয়েছে ইটালি৷

জানা গেছে, সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌকায় করে এই অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়া উপকূল থেকে যাত্রা করে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন৷

সমুদ্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসমান এই নৌকাটি উদ্ধারে এগিয়ে আসে একটি তেলবাহী ট্যাংকার৷

ইটালি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারের সময় নিখোঁজ ওই তিন অভিবাসনপ্রত্যাশী নৌকা থেকে সাগরে পড়ে যান৷ নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে বলে জানা গেছে৷

উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদেরকে ভূমধ্যসাগরীয় ইটালির দ্বীপ দক্ষিণের দ্বীপ লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে৷

উদ্ধার হওয়া এই অভিবাসনপ্রত্যাশীরা আফ্রিকার বিভিন্ন দেশ, সিরিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে৷

অবশ্য মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোরা এমন চেষ্টা নতুন নয়৷ এই যাত্রা করতে গিয়ে মানবপাচারকারীদেরকে লাখ লাখ টাকা দিয়ে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা৷

জানা গেছে, সোমবার উদ্ধার হওয়া এই অভিবাসনপ্রত্যাশীরা পাচারকারীদের ১২ মিটারের একটি নৌকায় করে ইউরোপে পৌঁছে দিতে সহায়তার জন্য তিন থেকে সাত হাজার ইউরো দিয়েছেন৷

ইটালির দ্বীপ সিসিলি এবং উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় দ্বীপ ইটালির দ্বীপ লাম্পেদুসাকে অনিয়মিত অভিবাসনের গুরুত্বপূর্ণ একটি গন্তব্য হিসাবে ব্যবহার করে মানবপাচারকারীরা৷

আরআর/টিএম (ডিপিএ)