চলমান সংবাদ

প্রগতির যাত্রী’র নারী দিবসের আলোচনায় বক্তারা

-নারীদের প্রতি বৈষম্য অব্যাহত রেখে মানুষের মুক্তির সংগ্রামে জয়ী হওয়া সম্ভব নয়।

গত ১০মার্চ প্রগতির যাত্রী আয়োজিত ‘কর্মক্ষেত্রে নারীদের সমস্যা ও তার প্রতিকার’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়তে হলে নারীর প্রতি সকল ধরণের বৈষম্য, নির্যাতন বন্ধে সকল প্রগতিশীল মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীদের প্রতি বৈষম্য অব্যাহত রেখে মানুষের মুক্তির সংগ্রামে জয়ী হওয়া সম্ভব নয়। অনলাইন এই আলোচনা সভায় যুক্তরাস্ট্র, কানাডা, রাশিয়া, ভারত, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহন করেন। বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ছাত্রী হুমায়রা শওকতের উপস্হাপনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক থেকে নারীনেত্রী ও সাংস্কৃতিক কর্মী ক্লারা রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডঃ কাবেরী গায়েন, পশ্চিমবঙ্গের অধ্যাপিকা এ অভিনেত্রী ডঃ শম্পা সেন,  মস্কো লোমানসভ স্টেট ইউনিভার্সিটির শিক্ষিকা ডঃ অনিতা ধর, রাশিয়ার দুবনা থেকে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ডঃ বিজন সাহা, প্রবাসী ভারতীয় নাগরিক ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক বিশ্বরূপ স্যান্যাল, মোরশেদুল হাকিম শুভ্র, জাকির হোসেন বাচ্চু, ফজলুল কবীর মিন্টু, রবীন গুহ প্রমুখ। কবিতা আবৃত্তি করেন যুক্তরাস্ট্র প্রবাসী আবৃত্তিকার সংগীতা বড়ুয়া। সভায় বক্তারা বিভিন্ন দেশে নারীদের কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও এসব সমস্যা সমাধানে সেদেশের সরকার কর্তৃক গৃহিত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের প্রতি পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর মনোভাব পরিবর্তনে সকল প্রগতিশীল শক্তির সোচ্চার ভূমিকা রাখার উপর জোর দেন।