শিল্প সাহিত্য

সুধাকর, নির্লিপ্ত হয়ে শুধু দুরে চলে যাওয়াই দেখছি

-সেলিনা সুমি

সেলিনা সুমি (ফাইল ছবি)

তোমার আধখানা জেগে থাকা মুখটির দিকে তাকাতে পারছিনা আজ আর,
তোমার অমন মৃদু আলোতেও পুড়ে যাচ্ছি তোমার প্রকাশের আগেই হয়তো
অনেক দুরে চলে যাবে তুমি, যে দূরত্বটা ছিল ভালবাসা আর অপেক্ষার দখলে
তাও পাড়ি দিয়ে তুমি আরও অনেক দূরে চলে যাবে দেখাও হবেনা আর।
পক্ষ পক্ষ অপেক্ষায় থেকে, তোমাকে দেখার জন্য তোমার মুখের আদলে খুঁজবোনা
চেনা কোন মুখ, পূর্ণিমায় বৃষ্টিতে বা কুয়াশায় ভিজে আর পুড়বেনা আমার চোখ।
রাগ, অভিমান, ভালবাসা নিয়ে ছায়া হয়ে তুমি ধরবেনা আর আমার হাত।
বসনের রঙ তোমার আলোয় সাজাতে গিয়ে দেখি সিঁথিও সেই রঙে সেজেছে খুব।
এত দুরে থাকো, আকাশের ঠিকানায় নিজেকে ভুলিয়ে চিঠি দেই প্রতিদিন
সেই ঠিকানায় কোন চিঠি পাও কিনা জানিনা, তাই তোমার দিকে তাকিয়েই
নিজের সাথে কথা বলি সারাবেলা, আমার অকারণ ব্যস্ততার মাঝেও শুধু তুমিই থাকো ।
আমি তোমাকে ডাকছি সুধাকর, তুমি কি কিছুই শুনতে পাও না!?
তোমার ধরে থাকা আমার হাতের মুঠোয় আমাদের সব গল্প জমে আছে
দূরত্ব বেড়ে যাচ্ছে, আমি নির্লিপ্ত হয়ে তোমার শুধু দুরে চলে যাওয়াই দেখছি।

# সেলিনা সুমিঃ কবি ও প্রাবন্ধিক