শিল্প সাহিত্য

তথাস্তু !!!

-সেলিনা সুমি

তুমি বললে, পৃথিবী ঘুরে দেখবে তাই যাচ্ছো নিরুদ্দেশের পথে,
পাহাড়, নদী, জলপ্রপাত,  সমুদ্র দেখবে, দেখবে ঘন জঙ্গল, পশু পাখি, প্রজাপতি, জলজ প্রাণি সব।
কিছুটা দম নিয়ে বললে ক্লান্তি এলে তোমায় লিখব চিঠি অনেক, আনন্দ হলেও জানাবো।
মানুষের ভালবাসা দুঃখ- কষ্ট , ক্ষোভে ফেটে পড়া মানুষের মিছিল বা যুদ্ধ সব জানাবো,
তুমি উত্তর দিও, জানাবে আমাকে  কেমন আছে আমার দেশ, কোন ঋতুতে কি কি ফুল ফুটলো, কি কি ফুল ফোটেনি তাও। বর্ষায় কতোটা ভরে গেল নদী, কোন নদী শুকিয়ে হল কাঠ।
শরতের আকাশ কেমন হলো জানাবে, জানাবে কাশফুলের বনে দক্ষিণা হাওয়ার কথা, পূর্ণিমা-অমাবস্যার কথা, তারাদের কথাও।
পাগল করা পূর্ণিমায় কেউ ডুবে মরল কিনা জানাবে মনে করে,
জোনাকিদের কথাও , বুঝে নেবো অবাক্ত ভালবাসা বাড়ছে কতটা।
তুমি মানুষের কথা লিখো, লিখো শ্রমিকের কথা, কৃষাণের কথা, নতুন তাজা প্রাণের কথা লিখো।
কার শ্লোগানের ধাঁরে মানুষ এখনো রাজপথ অবরুদ্ধ করে রাখে জানাতে ভুলবে না কিন্তু।
অভিমানি কিশোরীর কথা, অনুরাগের কলসি নিয়ে যাওয়া গাঁয়ের সেই মিষ্টি বঁধুর কথাও জানাবে।
আমার অপেক্ষায় থেকো না তুমি, আমার চলে যাবার পথ জুড়ে ছাতিম লাগিয়ে দিও সারি সারি।
আমি না এলেও, মৃদু বাতাস এলে ছাতিম ফুল গন্ধ ছড়াবে, যখন হেঁটে যাবে তুমি, হয়তো ক’ গোছা ফুল ঝড়ে পড়বে তোমার আঁচলে কিংবা পায়ের নিচে , তুমি আনমনে যত্ন করে পা ফেলে হেঁটে যেও।
আমি ফিরবো কিনা জানিনা, তোমার লেখায় আমি দেশটাকে দেখব প্রতিদিন।
যদি ফিরে আসি শেকড়ের কাছে, তবে সব মিলিয়ে মিলিয়ে দেখব ঘুরে ঘুরে সব।
শুধু তোমার হাসিটুকু যেন ম্লান না হয়ে যায় সেদিন, তবে যে আমার ক্লান্তি গুচবেনা।
তুমি আমার থেকো, বছরের পর বছর, শতাব্দি পেড়িয়ে গেলেও।
নির্বাক চোখে সেদিন তোমাকে, খুব বেশি আমার জন্যই বললাম।
তথাস্তু !!!
# সেলিনা সুমিঃ কবি ও প্রাবন্ধিক