চলমান সংবাদ

ফিলিস্তিনিদের ইতিহাস ৭৫ বছরের রক্তে ঝড়া ইতিহাস

– রাষ্ট্রদূত এইচ. আর ইউসুফ এস. ওয়াই রামাদান

বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত এইচ. আর ইউসুফ এস. ওয়াই রামাদান বলেছেন, ফিলিস্তিনিদের ইতিহাস ৭৫ বছরের রক্তে ঝড়া ইতিহাস। আমাদের ভূমি দখলের ইতিহাস। আমরা অনেকেই ভাবি ৭ অক্টোবর থেকে আমাদের উপর নির্যাতন শুরু হয়েছে কিন্তু না, যুগ যুগ ধরে নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছে ইসরায়েলিরা। এ নির্যাতন দেখতে দেখতে অনেকের চোখের পানি শুকিয়ে গেছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে নির্যাতন করা হচ্ছে। হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ইসরায়েল বহুদিন ধরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে আসছে, তার প্রতিরোধ করাতে ফিলিস্তিনিদের আজ সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি সন্ত্রাসী কারা। আমরা কখনো হামাসকে সন্ত্রাসী ভাবতে পারবো না। তারা হলো স্বাধীনতাকামী। এ ইসরায়েল আজ পুরো গাজাকে অবরোধ করে রেখে। ফিলিস্তিন বাসী আজ মানবেতর জীবন যাপন করছে। জেরুজালেমে শহর পুরো মুসলিম জাতির শহর। মসজিদুল আকসা রক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর বাওয়া স্কুল মাঠপ্রাঙ্গনে কল ফর হিউম্যানিটি” Call For Humanity ” নামক সমাবেশ আয়োজনে তিনি এ কথা বলেন। পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি দেখেন না হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও স্কুলে হামলা চালিয়ে কত শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে। সন্ত্রাসী নির্মূলে নামে নিষ্পাপ বাচ্চাদের উপর হত্যাকে আপনারা কেউ সমর্থন করেন না। ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার বিরুদ্ধে কথা বলায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল। জেনেরেল সেক্রেটারিকে ধন্যবাদ জানায়, তিনি মানবতার পক্ষে কথা বলায়। তিনি স্পষ্টভাবে বলছেন, এ সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। বর্তমান প্রযুক্তির যুগে সারা বিশ্ব যখন আধুনিকতার ছোঁয়ায় ভাসছে, তখন অন্য প্রান্তে ডুবে যাচ্ছে মানবতা, নৈতিকতা আর মনুষ্যত্ব। বিজ্ঞানের অগ্রগতির যুগেও মনুষ্য সমাজে সহিংসতা, রক্তপাত, হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা পরায়নতা আর উন্মাদনার যে চিত্র প্রায় নিত্য ফুটে ওঠে, এতে মানবতা আজ বিপন্ন। আয়োজনে আমাদের ঘুণে ধরা সমাজে মনুষ্যতের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে এবার ব্যতিক্রমী মানবতার গান “Human love” রচনার মাধ্যমে শুধুমাত্র আমাদের দেশ তথা সমাজকে নয়, সমগ্র বিশ্বকে ভিন্নধর্মী কিছু উপহার দিয়েছে চট্টগ্রাম নগরীর অন্যতম ইংরেজি ভাষা শিক্ষার স্কুল “ইংলিশ ট্র্যাক”। ১২ টি ভাষায় অনুবাদিত এই গানটির কথা ও সুর রচনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব এ.কে. এম নিজাম উদ্দিন। সেইসাথে গানটিতে কন্ঠে ছিলো ইংলিশ ট্র্যাকের শিক্ষার্থীবৃন্দরা। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত এইচ. আর মিঃ ইউসুফ এস. ওয়াই রামাদান। এছাড়াও সমসুরে বিশ্ববাসীর পক্ষে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের পক্ষে কাতার এবং জর্দান, সিরিয়া ও ফিলিস্তিনে অবস্থানরত রাষ্ট্রদূত এইচ ই মোহাম্মদ নজরুল ইসলাম এবং এইচ ই মিসেস নাহিদা সোবহান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আহাদ মোহাম্মদ রায়হান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ফারুকী আজম বীরপ্রতীক সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়াব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।