চলমান সংবাদ

মহেশখালীতে কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে মানববন্ধন

“নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিন , জেলেদের জীবন বাঁচান “। এ স্লোগানকে ধারন করে মহেশখালীর কোহেলিয়া নদী দখল, দূষণ ও ভরাটে জর্জরিত মহেশখালীর কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবীতে গত ২৯ জুলাই (শনিবার) কোহেলিয়া নদীর পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে  কোহেলিয়া নদী ভরাট এবং দখলের কারনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক এবং স্বাগত বক্তব্য রাখেন , বাপা মহেশখালী শাখার সদস্য মোঃ জাহাঙ্গীর আলম  এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , সদস্য জয়নাল আবেদীন , স্থানীয় লবন ব্যবসায়ী বোরহান উদ্দিন

মানববন্ধনে বক্তারা বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে বর্জ ফেলে নদীর পানি ঘোলাটে হয়ে গেছে , ফলে এই নদীর পানি দূষিত হয়ে এখন আর মাছ পাওয়া যাচ্ছে না । নদী ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় নদীতে পানি না থাকায় জেলেরা জাল দিয়ে মাছ ধরতেও পারছে না

এ নদীর উপর নির্ভরশীল কয়েক হাজার জেলে এখন কর্মহারা হয়ে গেছে । কোহেলিয়া নদীতে মাছ ধরতে না পারায় জেলেদের পরিবারে চলছে নিরব কান্না । কোহেলিয়া নদীর পানি দূষিত হওয়ায় নদীর পানিতে লবণাক্ত কমে গেছে , ফলে লবন উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন লবন চাষিরা

বক্তারা অবিলম্বে কোহেলিয়া নদী দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিয়ে কর্মহারা জেলেদের জীবন বাঁচিয়ে রাখার আহবান জানান

মানববন্ধনে উপস্থিত ছিলেন , সদস্য মোহাম্মদ হোবাইব সজীব , সদস্য মাহাবুব আলম হান্নান , ইমরান নাজির , লবন চাষি গিয়াস উদ্দিন । জেলেদের মধ্যে উপস্থিত ছিলেন , আবু বক্কর , মোঃ ইকবাল , মনছুর আলম , রশিদ আহমদ , আকতার হোছাইন , জয়নাল আবেদীন , সোনা মিয়া , মোঃ আরাফাত , লবন চাষি রুহুল আমিন , নুরুল আলম , মোঃ বেলাল , নুরুল আমিন , মোকতার আহমদ , আনছারুল করিম , নাজেম উদ্দিন প্রমুখ