শিল্প সাহিত্য

লীলাবতী’র কবিতা

আমরা কি নিয়তির কাছেই পরাজিত নই?
না,এটা ভুল ভাবনা নয়।
এতে শতভাগ সত্যতা রয়েছে,
তবুও কেনো তুমি বলতে চাইছো মিথ্যে,
না না মিস্রিত করোনা কিঞ্চিৎ অসত্য।।
মূলত বিচ্ছেদই আমাদের গন্তব্য,
দূরত্ব প্রকৃত নিয়তি।।
তাই যদি না হয় তবে,
তবে কেনোই বা এমন হলো?
মুছে গেলো সমস্ত প্রেম,
দেয়ালের চুনকামের মতোন আবছা হলো বন্ধুত্ব,
আমরা আজকাল একে অন্যেকে এড়িয়ে যাই,
ভিড়ের ভেতর একলা হয়ে পথ চলি,
এসব কি সত্যিই হবার ছিলো?
এমন কি আমরা, আমাদের বিকেলগুলো,
বিকেলগুলো,
বিক্রি করে দিয়েছি বড্ড সস্তা দরে,
তাইতো আমরা এখন আর একসাথে
এককাপ চা খেতে পারিনা,
বলতে পারিনা…
আমরা কিছুই আর বলতে পারিনা ।।