শিল্প সাহিত্য

ভাবনাগুলো

-নাহিদ ফারজানা

জানালার কার্নিসে দিন শেষের
লেগে থাকা হলদে আলো,
যেন নিঃসঙ্গ বিকেলের
এক স্বর্ণালি আচ্ছাদন । এই আলো আমাকে খুন করে যায়
এক ব্যস্ত পরিব্রাজকের মতো ।
আপাত সংযত হৃদয় টায়
ঝুপ করে নেমে আসে মাঘের শেষে র পাতা
ঝরার বিপন্নতা
বিরহক্ষনের বিরাগ কথা
জীবন থেকে দূরে থাকা
এ আরেক জীবন ।
বাকী থাকে শুধু লিখে রাখা ,
এ জীবনের গল্পগাঁথা ।

 

# আটলান্টা, জর্জিয়া, ইউ এস এ। ।