চলমান সংবাদ

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকায় আবদুল্লাহ আল মামুন (২৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার অভিযোগে উঠেছে। বুধবার দিনগত রাতে ডিসি রোডের মিয়া বাড়ির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী তানিয়া সুলতানাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আবদুল্লাহ আল মামুন কক্সবাজারের চকরিয়া থানার ওসমান চৌধুরী পাড়ার জামাল উদ্দীনের ছেলে। তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চকবাজার থানার ওসি মঞ্জুর কাদের মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, বুধবার দিনগত রাতে ডিসি রোড এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত জটিলতার কারণে এটি হত্যা নাকি আত্মহত্যা বলা যাবে না। তবে সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী তানিয়া সুলতানাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, মামুনের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার স্ত্রীকে গ্রেফতার দেখানো হবে।