চলমান সংবাদ

২০ রোজার মধ্যে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচী সফল করার আহবান

 

২০ রোজার মধ্যে শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো এবং আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা ও মহাঘ্য ভাতা চালুর দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামীকাল ০৩ এপ্রিল ২০২৩, সোমবার, সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী পালন করবে।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর বর্তমান যুগ্ম সমন্বয়ক শ্রমিক নেতা আব্দুল কাদের হাওলাদার এবং শামীম আরাসহ স্কপ অন্তর্ভূক্ত সংগঠন সমূহের নেতৃবৃন্দ শহীদুল্লাহ চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, শাহ মো: জাফর, সাইফুজ্জামান বাদশা, রাজেকুজ্জামান রতন, চৌধুরী আশিকুল আলম, কামরুল আহসান, ডা: ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নঈমুল আহসান জুয়েল, সাকীল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, পুলক রঞ্জন ধর প্রমুখ এক বিবৃতিতে উক্ত কর্মসুচী সফল করার জন্য সংগঠকদের প্রতি আহবান জানান।
নেতৃবৃন্দ উপরোক্ত কর্মসূচীর সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমসমূহের সম্মানিত বার্ত সম্পাদক ও সংবাদ কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।