শিল্প সাহিত্য

শব্দ মোহর বিলিয়ে দিলাম

-নাজিমুদ্দীন শ্যামল

আমিতো সুলতান নই, কিছুইতো নেই আমার!
বিশ্বাসের সাদা পাতা, কিছু শব্দের মোহর
আর ভালবাসার কোষ ভাÐার জামার জেবে
লুকিয়ে রেখেছিলাম।

কে নেবে সাদা পাতা,
কে নেবে কাব্য মুদ্রা,
জেবে পুরে থাকা ভালবাসা…
খুঁজতে খুঁজতে পথ হাটলাম
সকাল দুপুর পেরিয়ে গেলো
বিকেল বেলাও কড়া নাড়ছে…

কেউ নেই,
কিংবা এসবের কারো প্রয়োজন নেই!
আস্তিন গুটিয়ে চলে যাবো
রাতের কাছে…
পকেট থেকে সব কিছু ফেলে তাই
শূন্য হওয়া চাই!

মোহরগুলো দিয়ে গেলাম
ভালবাসা বিলিয়ে দিলাম
সাদা পাতা হাতে নিয়ে
এবার আমি চলে গেলাম।
###

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক