চলমান সংবাদ

এর্দোয়ানের পদত্যাগ চান তুরস্কের ফুটবলপ্রেমীরা

ভূমিকম্পের পর আয়োজিত প্রথম ফুটবল ম্যাচগুলোতে প্রধান কয়েকটি ক্লাবের সমর্থকেরা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার দায় স্বীকার করে এর্দোয়ান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন৷

সাত দশমিক আট মাত্রার  ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন৷ তুর্কি ফুটবল ক্লাব বেসিকতস এর সমর্থকেরা খেলা শুরুর আগে রকারের পদত্যাগ দাবি করেন৷ রোববারের ম্যাচটি ছিল আন্তালায়াসপোরের বিরুদ্ধে৷ খেলা শুরুর সময় পুরো স্টেডিয়াম জুড়ে ‘সরকারের পদত্যাগ চাই’ স্লোগান শোনা যাচ্ছিল৷

খেলা শুরুর আগে ক্লাবটি ভূমিকম্পে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানায় এবং হাজার হাজার সমর্থক দুর্যোগে হতাহত শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে মাঠে বাচ্চাদের খেলনা ছুঁড়ে দেন৷

পরবর্তীতে খেলা চালার সময়ে সমর্থকেরা ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনায় এর্দোয়ান সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন৷ সমর্থকদের এমন আচরণের প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের ঘনিষ্ঠ এমএইচপি পার্টির নেতা দেভলেত বাচেলি বেসিকতাস ক্লাবে নিজের সদস্যপদ প্রত্যাহার করেছেন৷

ইস্তাম্বুল-ভিত্তিক আরেকটি বড় ক্লাব ফেনেরবাচের সমর্থকেরাও কোনিয়াস্পোর দলের বিরুদ্ধে শনিবারের খেলায় একই ধরনের স্লোগান দেয়৷ ‘২০ বছর ধরে মিথ্যা ও প্রতারণা’র অভিযোগ তুলে সরকারের পদত্যাগও দাবি করেন তারা৷

দায় অস্বীকার করলেন এর্দোয়ান

ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনায় ভুলত্রুটি’ থাকার কথা স্বীকার করলেও সমালোচনাকারীদের একহাত নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট৷ তিনি বলেন, ‘‘ত্রুটি তো রয়েছেই৷ যা করা হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে৷ এমন দুর্যোগের জন্য পূর্বপ্রস্তুতি রাখা সম্ভব নয়৷”

এমন দুর্যোগের জন্য দেশকে আগে থেকে প্রস্তুত না রাখা এবং ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপে অবহেলার অভিযোগ তুলেছেন এর্দোয়ানবিরোধীরা৷

ধসে যাওয়া ভবনের নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তুরস্কে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে৷ শনিবার বিচারমন্ত্রী বেকির বোসদাগ জানিয়েছেন, ৬১২ জনের মধ্যে ১৮৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিচার হবে৷ তাদের মধ্যে ভবনের মালিক ছাড়াও ব্যবস্থাপক এবং নির্মাণ ঠিকাদারও রয়েছেন৷

তুরস্কে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ মে৷