চলমান সংবাদ

শ্রমিকদের অবস্থা উন্নয়নে মালিকদের দায়িত্ব নিতে হবে: মেয়র

দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও জনগণকে সেবা দেয়ার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর অবদান অস্বীকার করার উপায় নেই। তাই শ্রমিকদের অবস্থা উন্নয়নে মালিকদের দায়িত্ব নিতে হবে। তাদের ন্যায্য মজুরী, ইউনিয়নের (সিবিএ) সাথে চুক্তি অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। শ্রমিকদেরও উন্নত সমাজ গড়া ও সেবা দানে এগিয়ে আসতে হবে।

গত বুধবার সকাল ১১টায় বাকলিয়ায় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাকলিয়া আঞ্চলিক শাখার সম্মেলন ও সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন। তিনি কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স মালিকদের চুক্তি দ্রুত কার্যকর করার পরামর্শ দেন। ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার (দক্ষিন) মো. মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন টি.ইউ.সি. সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। আরও বক্তব্য রাখেন কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম দুলাল, ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী, টিইউসি চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ইউনিয়নের কার্যকরী সভাপতি এম এস রহমান ও সাধারণ সম্পাদক মো. পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।