চলমান সংবাদ

পরিবেশবাদী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন কলরব সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরস্থ পরিবেশবাদী, সাংস্কৃতিক  ও সামাজিক সংগঠন কলরব সংঘের প্রথম সম্মেলন নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম একাডেমিতে অনুষ্ঠিত হয়। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু। বিশিষ্ট শিশু-কিশোর সংগঠক এবং কলরব সংঘ-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী প্রকাশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য দেবাংশু সেনগুপ্ত, শুভজিৎ ভট্টাচার্য এবং সংগঠনের আহ্বায়ক রবি শংকর সেন নিশান। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিনিধি ছাত্র সংগঠক নিশান রায়, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সম্পাদক শরণ বড়ুয়া, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু এবং সরকারি মহসীন কলেজের প্রভাষক রেখা নাজনীন। বক্তাগণ বলেন, “কলরব সংঘ এমন একটি প্লাটফর্ম যেখানে তরুণরা নিজেদের চিন্তাকে প্রকাশ করতে পারে, শোধন করে নিতে পারে, উন্নত করতে পারে। এই সংগঠন কিশোরদের মাঝে আরো বিস্তৃত হোক। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চিন্তার বিস্তার ঘটুক। আনন্দময় ও সুস্থ জীবন লাভ করুক।” অনুষ্ঠানে স্নেহেন্দু বণিক এবং অর্নব শিকদারের নেতৃত্বে সাংস্কৃতিক পরিবেশনা করে সংগঠনের সদস্যবৃন্দ। সম্মেলনে সংগঠন কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা – ২০২৩ এর অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ করা হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য রবি শংকর সেন নিশান-কে সভাপতি, অয়ন সেনগুপ্ত-কে সাধারণ সম্পাদক এবং মাহিন বিন জালাল দীহান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

# ১৪/০১/২০২২, চট্টগ্রাম #