চলমান সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিদস্যদের দ্বারা আদিবাসীদের উপর সশস্ত্র হামলার নিন্দা

বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন এবং কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার দিবালোক সিংহ, অ্যাডভোকেট মহসিন রেজা, শাহিন রহমান এক বিবৃতিতে, বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিদস্যদের দ্বারা আদিবাসীদের উপর সশস্ত্র হামলা, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো সহ ১৭ জন গুরুতর আহত করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, গত ডিসেম্বর মাস থেকে শেরপুর ইউনিয়নের আমগোয়েল, গোর্তা, কেশবপুর, মরা দীঘি ,জয়নগর গ্রামে ভূমি দখল কে কেন্দ্র করে আদিবাসীদের উপর নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। এ ঘটনাগুলোর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ গ্রামের আদিবাসী সম্প্রদায় তাদের বসতভিটা ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচির পর এ নৃসংস হামলা চালানো হয়। আজ ৮ই ডিসেম্বর রবিবার আম বইল গ্রামে চাষযোগ্য জমি দখল কে কেন্দ্র করে আদিবাসীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে এতে ১৭ জন গুরুতর আহত ,তারা বগুড়া মেডিকেল কলেজ ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষ এবং বিভিন্ন সংগঠনকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।