চলমান সংবাদ

২০২২ সালে চট্টগ্রামে কর্মস্থলে দুর্ঘটনায় ২৩৮ জন শ্রমিক মারা গেছে

২০২২ সালে চট্টগ্রামে বিভিন্ন শ্রম খাতে কাজ করা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে কমপক্ষে ২৩৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং মারাত্মক আহতের সংখ্যা ৪ শতাধিক। আহতদের অনেকে স্থায়ী পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বিগত ২০২২ সালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল সীতাকুন্ডে অবস্থিত বি এম কন্টেইনারে দুর্ঘটনায় ৫১ জনের অধিক শ্রমিক নিহত এবং প্রায় ২ শতাধিক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। এছাড়া পরিবহন খাতে ৪৯ জন, নির্মান খাতে ৩৫ জন এবং জাহাজ ভাঙ্গা খাতে ৭ জন শ্রমিক নিহত হয়েছে।

এসকল হতভাগ্য শ্রমিকদের স্মরণে আগামীকাল ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় বিলস চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেট ওয়ার্কের উদ্যোগে চেরাগীর মোড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করা হবে। এতে বিলস চট্টগ্রামের সাথে সংশ্লিষ্ট জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ এবং যুব ট্রেড ইউনিয়ন নেট ওয়ার্কের সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।