চলমান সংবাদ

কারখানা গেইটে হচ্ছে সন্তানকে মায়ের দুগ্ধ পান

কর্মজীবী মা সন্তান বাসায় রেখে কারখানায় কাজ করেন, সকাল ১১ টায় নিকটতম কোন আত্মীয় সন্তানকে দুধ পানের জন্য কারখানার গেইটে নিয়ে আসে, দুধ পানের পর আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কারখানার চাইল্ড কেয়ার সেন্টারে সন্তান রাখতে কর্মজীবী মায়েরা ভরসা পায় না কেন ? অনেকের নিকটতম আত্মীয় নেই, সন্তান দেখভাল করার জন্য তারা নীরবে চাকরি ছেড়ে চলে যান, বঞ্চিত হয় আইনগত অধিকার থেকে।

শ্রমিক নেতা আশরাফুজ্জামানের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

# ১২/১১/২০২২ #