চলমান সংবাদ

বরিশালে বিএনপির সমাবেশ ঘিরে ধর্মঘটে মানুষের ভোগান্তি

বরিশালে দুইদিনের পরিবহন ধর্মঘট চলছে৷ মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে সারাদেশের সঙ্গে এ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ৷ এতে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন৷

শুক্রবার সরকারি ছুটির দিনেও অঘোষিত পরিবহন ধর্মঘটের প্রভাবে নগরীর সব সড়ক ছিল ফাঁকা৷ ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন, এমন কয়েকজন জানান,  ধর্মঘটের কারণে আয় বন্ধ থাকায় টেম্পু এবং পরবিবহনের সাথে সংশ্লিশটরা সবচেয়ে বেশি সংকটে আছে?’’

ধর্মঘটের কারণে বরিশালে লঞ্চ, বাস, মাইক্রোবাস ও তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে৷ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে দুই একটি রিকশা ও মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেখা যায়নি৷ বন্ধ রয়েছে খেয়া পারাপারও৷ মোড়ে মোড়ে পুলিশ পাহারায় রয়েছে৷

সকালে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সব কাউন্টার বন্ধ; বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে৷ টার্মিনাল এলাকায় অন্য সময় মাহেন্দ্র-অটোরিকশা চালকদের হাঁকডাক থাকলেও শুক্রবার পরিবেশ ছিল শান্ত৷

বরিশাল শহরে মোড়ে মোড়ে পুলিশ পাহারায় রয়েছে
বরিশাল শহরে মোড়ে মোড়ে পুলিশ পাহারায় রয়েছেছবি: bdnews24.com

বাস টার্মিনালের শ্রমিক নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাঁচ দফা দাবিতে শুক্র ও শনিবার বরিশাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক গ্রুপ৷ নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দেশের সকল রুটে বাস চলে৷ ধর্মঘটের কারণে এখন সব বন্ধ৷

বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, ‘‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ কোনো যানবাহন চলতে পারবে না৷ কিন্তু ওই নির্দেশ অমান্য করে অবৈধ যান চলছেই৷ এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন করেও কোনো সাড়া মেলেনি৷ তাই নথুল্লাহবাদ থেকে বাস ও মাইক্রোবাস বন্ধ রয়েছে৷’’

একই দাবিতে বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে ১৮টি রুটের ১১২টি বাস চলাচল বন্ধ রয়েছে বলে শ্রমিকরা জানান৷ বাস বন্ধ থাকায় টার্মিনালের সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের অলস সময় পার করতে দেখা গেছে৷

এদিকে শুক্রবার সকাল থেকে বরিশাল নৌ-বন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানিয়েছেন৷

বিএনপির সমাবেশ ঘিরে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে
লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছেছবি: bdnews24.com

একইভাবে বন্ধ রয়েছে বরিশাল-ভোলা, সদর উপজেলার তালতলী বাজার-পাতারহাট রুটের স্পিডবোট৷ নগরীর কীর্তনখোলা নদীর বেলতলা, চরকাউয়া ও চাঁদমারী ঘাট থেকে খেয়া পারাপারও বন্ধ৷

এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশেকে কেন্দ্রে করে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দলটির ‘বিপুল সংখ্যক’ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে৷ তাদের মধ্যে বেশিরভাগই বৃহস্পতিবার রাত থেকে অবস্থান করছেন৷ দুপুরে নেতাকর্মীদের খাবারের জন্য রান্নার আয়োজন চলছে৷ মাঠের চারপাশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা মিছিল করছেন৷

বরিশালে বিএনপির সমাবেশের প্রস্তুতি
নেতাকর্মীদের খাবারের জন্য রান্নার আয়োজন চলছে ছবি: bdnews24.com

এবারের সমাবেশের প্রস্ততি কেমন জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ‘‘বাধা দেওয়ার যত চেষ্টাই করুক না কেন, আমাদের গণসমাবেশ সফল হবে৷’’

# ০৪/১১/২০২২, বরিশাল #