চলমান সংবাদ

চমেক হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালালো আসামি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে হাফিজ আল আসাদ ওরফে ফাহিম ওরফে সোহাগ (২৬) নামে এক আসামি পালিয়ে গেছে। রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতাল থেকে ওই আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। পালিয়ে যাওয়া আসামি হাফিজ আল আসাদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তিনি নগরের পতেঙ্গা থানা এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, মারামারির একটি ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় জনৈক মিন্টু মিয়ার দায়ের করা মামলায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে হাফিজকে গুরুতর জখম অবস্থায় গ্রেপ্তার করেছিল পুলিশ। গ্রেপ্তারের পর তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি দেন। এর পর হাসপাতালের চিকিৎসকরা তার হাতের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উপ-কমিশনার (বন্দর জোন) শাকিলা সুলতানা জানান, ছুরিকাঘাতে এক হাত প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আসাদ নামের ওই আসামিকে গ্রেপ্তার হয়েছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হাতের অপারেশনের সিদ্ধান্ত নেন। রোববার বিকেলে হাসপাতালে অপারেশন থিয়েটারে তাকে ঢোকানো হয়। সেখান থেকে সে পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, ওটি রুম থেকেই আসামি পালিয়েছে। সেখানে তো পুলিশের কোনো ডিউটি থাকে না। কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কোনো প্রমাণ আমরা পাইনি।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি পতেঙ্গা থানার মামলার আসামি ছিল। তাকে পতেঙ্গা থানা পুলিশ হাসপাতালে এনে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছিল। সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা ওই আসামির দায়িত্বে ছিলেন। ওখানে আমাদের কোনো দায়িত্ব ছিল না। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’

# ১৬.১০.২০২২ চট্টগ্রাম #