চলমান সংবাদ

সমাবেশ আসতে যারা বাধা দিয়েছে, তাদের তালিকা তৈরির নির্দেশ আমীর খসরুর

চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাকর্মীদের আসার পথে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিয়েছে, যেসব পুলিশ বাড়িতে গিয়ে হয়রানি করেছে, তাদের নামের তালিকা করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ পরবর্তী সার্বিক বিষয় নিয়ে নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমীর খসরু মাহমুদ বলেন, ‘পুলিশ নাকি বিএনপির নেতা-কর্মীদের তালিকা করছে। তাই আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারাও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা তৈরি করেন। এরা কারা, যারা গতকাল সমাবেশ আসার সময় আমাদের দলের নেতাকর্মীদের বাধাগ্রস্ত করেছে, আঘাত করেছে, গাড়ি-অফিস ভাঙচুর করেছে। এছাড়া অতি উৎসাহী পুলিশ যারা এভাবে সংবিধান লঙ্ঘন করেছে, পুলিশের আইন লঙ্ঘন করেছে, দেশের আইন লঙ্গন করে কাজ করছে, তাদেরও ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, বুধবার আওয়ামী সন্ত্রাসী বাহিনী নগরের বিভিন্ন প্রবেশদ্বারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অনেক জায়গায় গাড়ি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আগের দিন রাতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে। এছাড়াও অনেক নেতা-কর্মীর অফিস ভাঙচুর করে আওয়ামী সন্ত্রাসীরা। সমাবেশ বাধাগ্রস্ত করতে যা যা করার সবই করেছে তারা। তারপরও সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। এতেই বুঝা যায়, জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারে না। কর্মীদের সহিংস আন্দোলনে না যাওয়ার অনুরোধ জানিয়ে আমির খসরু বলেন, আমরা কোনো সময় সহিংস রাজনীতিতে যাবো না। এ ফাঁদে পা দেওয়া যাবে না। তারা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে, আমরা দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমরা গণতন্ত্রের দিকে থাকবো। জয় হবে গণতন্ত্রের। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার এত বেড়েছে যে, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় বাধা পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সত্যিকার অর্থে এটি প্রেরণাদায়ক। এই শৃঙ্খল ভাঙতে গিয়ে অনেক নেতাকর্মী আহত, পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে জীবন বিপন্ন করে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি’র ৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন প্রমুখ।
# ১৩.১০.২০২২ চট্টগ্রাম #