চলমান সংবাদ

বিএমএফ’র উদ্যোগে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের বিশ্ব শোভন কর্ম দিবস উদযাপন

আন্তর্জাতিক শ্রম সংস্থার আহ্বানে বিশ্ব শোভন দিবস উপলক্ষে আজ বিকাল ৪টায় সীতাকুণ্ডের ভাটিয়ারিতে এক মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশন কর্তৃক আয়োজিত এবং সংগঠনের যুগ্ম সম্পাদক শ্রমিকনেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জীবন চন্দ্র নাথ, পিন্টু সাহা এবং আব্দুল খালেক এবং কাজী হাসান মোঃ ফারুক প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জাহাজ ভাঙ্গা শিল্পে শ্রমিকেরা মারাত্মক ঝুঁকি নিয়ে কাজ করছে। প্রতি বছর গড়ে ১৫/১৬ জন শ্রমিক আহত হয়ে মৃত্যুবরণ করছে এবং শত শত শ্রমিক পঙ্গুত্ব বরণ করছে। শ্রমজীবীদের পক্ষ থেকে বার বার দাবি জানানো সত্ত্বেও মালিক এবং রাষ্ট্রের পক্ষ থেকে কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, জাহাজ ভাঙ্গা শ্রমিকদের জন্য ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি এখনো কার্যকর হয়নি।

তারা ঝুঁকিপূর্ণ কাজ নিরসন করে শোভন কাজ বাস্তবায়নের লক্ষে আইএলও কনভেনশন ৮৭ এবং ৯৮ অনুসরণ করে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান।

# ০৭/১০/২০২২, চট্টগ্রাম #