চলমান সংবাদ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে পা উড়ে গেছে কৃষকের

বান্দরবানের সীমান্তের ওপারে গিয়ে আবারো মাইন বিস্ফোরণের শিকার হয়েছেন এক বাংলাদেশি কৃষক৷ নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের চেরারকূল সীমান্তে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে৷ হতভাগ্য কৃষকের নাম আব্দুল কাদের।

তিনি  দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারকূলের প্রয়াত মীর আহম্মেদের ছেলে৷ মোহাম্মদ কাদেরের ডান পায়ের হাঁটুর নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগেও মাইন বিস্ফোরণে একজন পা হারিয়ে চিকিৎসাধীন আছেন এবং একজন দুই পা  বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন৷ এছাড়া মিয়ানমার থেকে আসা মর্টারের আঘাতে রোহিঙ্গা শিবিরে হতাহতের ঘটনাও ঘটেছে৷

মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে বারবার গোলাগুলির কারণে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে৷ গত প্রায় দুই মাস ধরে সীমান্তের ওপারে আরাকান আর্মি ও মিয়ারমানের সরকারি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে৷ কয়েকটি গোলা এপারে এসে হতাহতের ঘটনা ঘটেছে৷ সীমান্তের লোকজনও আতংকের মধ্যে রয়েছেন।

# ০৫/১০/২০২২, বান্দরবান #