চলমান সংবাদ

চট্টগ্রামে দুর্গোৎসবের আমেজ প্রতিমা গড়ে তোলার কাজ শেষ, চলছে রং-তুলির কাজ

আর ক’দিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো আরো কয়েকদিন বাকি থাকলেও শুভ মহালয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ, দেবী দুর্গার আগমণী বার্তা। বিরাজ করছে উৎসবের আমেজ। শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল ধর্মের মানুষ এ উৎসব পালন করে। ষষ্ঠী তিথিতে দেবী দূর্গার বোধন ও অধিবাসের মধ্যদিয়ে শুরু হবে ৫দিন ব্যাপী দূর্গোৎসব। প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। নগরীর পূজা মন্ডপগুলোতে এবং প্রতিমালয়গুলোতে চলছে দূর্গা দেবীর প্রতিমা গড়ে তোলার ধুম। প্রতিমায় দেবীর মূল অবয়ব গড়ে তোলা হয়েছে। প্রতিমায় মাটির প্রলেপ দেয়াও শেষ, চলছে রং-তুলির কাজ। শিল্পীর তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। ফলে এখন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের। দক্ষ কারিগরদের হাতের শৈল্পিক ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাবে প্রতিমা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অশুভ শক্তির বিনাশ কল্পে দেবী দূর্গা এই ধরাধামে আবির্ভুত হয়। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে সকল অন্যায়-অবিচার, গ্লানি-বৈষম্য দূর করার জন্যই আয়োজন করা হয় শারদীয় দুর্গাপূজার। চট্টগ্রাম জেলায় এবার মোট ২০৬২টি দুর্গা পূজা হচ্ছে। এর মধ্যে প্রতিমা পূজা ১৫৮৭টি এবং ঘট পূজা ৪৭৫টি। এদিকে চট্টগ্রাম মহানগরে এবার ২৮৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। নগরীর বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, রং-তুলির আঁচড়ে একেকটি প্রতিমা ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। তারা জানান, পূজার মন্ডপের আনুসাঙ্গিক কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন বাকি মন্ডপের ভেতরের কাজ ও আর প্রতিমায় রং-তুলি। প্রতিটি প্রতিমা রং-তুলিতে ফুটিয়ে তোলার জন্য প্রতিমা শিল্পীদের চেষ্টার কোনো কমতি নেই। নগরীর দেওয়ানজীপুকুর পাড়ের রূপশ্রী শিল্পালয়, হাজারীলেইনের মহামায়া স্টুডিও, সদরঘাটের লোকনাথ শিল্পালয়, নটরাজ শিল্পালয়, স্বর্গীয় দুলাল পাল প্রতিমালয় ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি শিল্পালয়ে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ৪০টি পর্যন্ত প্রতিমা তৈরি করা হচ্ছে। শিল্পালয়ের চারপাশে সারিবদ্ধভাবে একপাশে রাখা হয়েছে দেবী দুর্গার প্রতিমা এবং অন্য পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। তৈরিকৃত সব প্রতিমাই প্রায় অর্ডার হয়ে গেছে। শিল্পীদের নিপুন হাতে ইতোমধ্যে সব প্রতিমার মাটির কাজ প্রায় শেষ হয়েছে। আর দুইদিন পরই শুরু হবে রংয়ের কাজ। এরপর সাজসজ্জার। শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠবে প্রতিমার রূপ। মৃৎ শিল্পীরা জানান, প্রতিমার কাজ দ্রুত সম্পন্ন করতে সকাল থেকে শুরু করে রাত অবধি পুরোদমে কাজ করে যাচ্ছেন। প্রতি বছরেই তারা এই কাজের মাধ্যমেই উপার্জন করে জীবীকা নির্বাহ করে থাকেন। এ পেশা ছাড়া তারা আর অন্য কোন পেশায় জড়িত নয়। তাদের র্পূব পুরুষেরাও এই কাজে লিপ্ত ছিলো। তারা জানান, ইতোমধ্যে প্রতিমা তৈরির ৮০ শতাংশ কাজ প্রায় শেষ হয়ে গেছে। রংয়ের কাজ শুরুর পর মৃৎশিল্পীদের ব্যস্ততা আরও বাড়বে। দিন-রাত চলবে কাজ। পূজার দিন যত ঘনিয়ে আসছে মৃৎশিল্পীদের ব্যস্ততা বাড়ছে তত বেশি। প্রত্যেক শিল্পীরা চান নিজের তৈরি প্রতিমা অন্যের চেয়ে সুন্দর ও শৈল্পিক করে তুলতে। তাইতো তারা মনের মাধুরী মিশিয়ে এখন দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমার অবয়ব দিচ্ছেন। সদরঘাটের লোকনাথ শিল্পালয়ের কর্ণধার মৃৎশিল্পী অমল পাল বলেন, ‘আষাঢ় মাস থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিমা গড়তে আবহাওয়ার পর নির্ভর করে ১৫-২০ দিন সময় লাগে। কাঠ, বাঁশ, খড়, এটেল ও বেলে মাটি দিয়ে মূলত প্রতিমা বানানো হয়। এখানে বড়, ছোট ও মাঝারি মিলে ৪০টি প্রতিমা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। রং-তুলির কাজও প্রায় শেষের দিকে। # ২৭.০৯.২০২২ চট্টগ্রাম #