শিল্প সাহিত্য

শোকসন্তপ্ত আগস্ট

-লীলা বতী

শোকসন্তপ্ত এই আগস্টে আর কি বা লেখা যায়?
কতখানি লেখা যায়?
বৃষ্টিবিহীন তপ্ত দুপুরে তবুও মাঝেমধ্যে,
মন করে ভিজে যেতে ভালোবাসার বর্ষায়।।
যে কাক ছিবলে খায় হৃদপিন্ড,
সেও শোনাতে চায় তার প্রেমিক হবার গল্প,
এমনই তপ্ত দিনে ছায়ামেঘ হয়েছিলো যার প্রেম,
চিবুকের ছায়ায় ছিলো প্রেমিকার ওষ্ঠ।।
তারপর একটা ঝড়…
যে ভালোবাসা ছুঁতে নেই,ধরতে মানা,
সেও উড়ে যায় পারফিউমের মতোন,
পড়ে থাকে প্রেমিকের ছেঁড়া জামা।।
ভীড়ে ভীষণ একলা লাগে,
বুকের জমি খাঁখাঁ করে,
আমার ও তখন মরে যেতে ইচ্ছে করে