চলমান সংবাদ

চট্টগ্রামে কর্নেল তাহেরের ফাঁসি দিবস পালন

মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার কর্নেল আবু তাহের বীরউত্তমের মৃত্যু তথা ফাঁসি দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরের লালদীঘি পাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচকের বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার নীলনকশা অনুযায়ী সামরিক আদালতে প্রহসনের বিচারের মাধ্যমে কর্নেল আবু তাহেরকে ফাঁসির নামে হত্যা করে। জিয়া ক্ষমতা দখল করে শত শত বীর মুক্তিযোদ্ধা সেনা অফিসার ও সৈনিককে তিনি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। কর্নেল আবু তাহেরসহ বীর মুক্তিযোদ্ধাদের খুনের রহস্য উন্মোচন এখন সময়ের দাবি।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আবদুল মালেক খান, পলাশ বড়–য়া, মোহাম্মদ কামাল উদ্দিন, ফজলুল হক সিদ্দিকী, রাজীব চন্দ, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, সোহেল ইকবাল, দীপন দাশ, ইয়াকুব মুন্না, ইমরান হোসেন, এম এ খালেক, আশরাফুল ইসলাম খান, এস এম রাফি, প্রদীপ দাশ, জিয়াউদ্দিন প্রমুখ। # ২১.০৭.২০২২ চট্টগ্রাম #