চলমান সংবাদ

রেলওয়ের অব্যবস্থাপনা-দুর্নীতিরোধে রেল কর্তাদের বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা

রেলওয়ের অব্যবস্থাপনা-দুর্নীতি রোধসহ ছয় দফা দাবিতে এবার রেল কর্মকর্তাদের বরাবরে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপ বরাবরে স্মারকলিপি দেন তারা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীর হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। এর আগে সোমবার থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। তবে দ্বিতীয় দিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তাদের ঢুকতে দেয়নি রেলের নিরাপত্তা কর্মীরা। পরে স্টেশনের মূল ফটকের সামনেই তারা অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীরা প্রতিবাদী প্রতীকি নাটকের মাধ্যমে ট্রেনের যাত্রী ও রেলওয়ের কর্মকর্তাদের কাছে তাদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন রুবেল বলেন, রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনের দাবিতে ধারাবাহিকভাবে আমাদের আন্দোলন চলছে। মঙ্গলবার রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকে স্মারকলিপি দিয়েছিলাম। তিনি চট্টগ্রামের বাইরে থাকায় স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি দিয়েছি। স্টেশন ম্যানেজার আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে যাবতীয় কার্যক্রমে সাহায্য করবেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, কয়েকজন শিক্ষার্থী দুদিন ধরে রেল স্টেশনে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার দুপুরে স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপিটি রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকে পাঠিয়ে দিয়েছি।
# ১৯.০৭.২০২২ চট্টগ্রাম #