চলমান সংবাদ

পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল হাওয়ার আহবান সিএমপি’র নতুন কমিশনারের

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’তে নবনিযুক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়েছেন। সভায় সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কাজের সংখ্যাগত ও পরিমাণগত দিকের পরিবর্তে গুণগত মানের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে সিএমপির উদ্যোগে প্রথম মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমির জাফরসহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সব থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় পিআরএলে গমনকারী উপ-পরিদর্শক (এসআই) বসুমিত্র বড়–য়া ও এসআই রেহেনা আক্তার পারভীনকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। # ১৯.০৭.২০২২ চট্টগ্রাম #

Pritom

জোড়া খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার চট্টগ্রামের বাঁশখালীতে জোড়া খুনের মামলায় প্রধান আসামি ইসমাইকে (২৮) বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৮ জুলাই) বাকলিয়া থানার তুলাতলীর একটি কনভেনশন হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল উপজেলার দক্ষিণ জলদির জাহাঙ্গীর আলমের ছেলে। র‌্যাব জানায়, গত বছরের ২০ অক্টোবর দুপুর ১টায় বাঁশখালীর মনছুরিয়ায় দুর্বৃত্তদের হাতে আব্দুল খালেক নামে একব্যক্তি ও তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো রাম দা এবং লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হয়। এসময় আব্দুল খালেক এবং টিপু সুলতানকে বুকে, পিঠে, তলপেটে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তখন আসামিদের হাতে ধারালো অস্ত্র শস্ত্র থাকায় এবং ঘটনার সময় আসামিরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ায় আশেপাশের লোকজন ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক মৃত্যুবরণ করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার অল্প কিছুক্ষণ পর টিপু সুলতানেরও মৃত্যু হয়। এ ঘটনায় নিহত খালেকের মা ১০ জন নামীয় এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এ মামলায় র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু হলে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় তুলাতলী এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে এ মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। # ১৯.০৭.২০২২ চট্টগ্রাম #