চলমান সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে স্বর্ণের বার নিয়ে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরে তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মো. তৈয়বুর রহমান জানান, দুবাই থেকে সকাল ১০টা ৪০ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমান বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন রফিকুল ইসলাম। তিনি দুবাই থেকে মোট চারটি স্বর্ণের বার নিয়ে এসেছিলেন। এর মধ্যে দু’টি বারের ঘোষণা দিয়ে তিনি ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন। কিন্তু কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে দুটি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন। এছাড়া রফিকুলের লাগেজে তল্লাশি করে ঘোষণা বহির্ভূতভাবে আনা ১৫ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণের অলংকার এবং চকলেট ও খাদ্যসামগ্রী পাওয়া গেছে। স্বর্ণের বারসহ জব্দ করা মালামালের দাম ৩৫ লাখ ৩ হাজার ৯০৩ টাকা। এর মধ্যে স্বর্নের বারের দাম ২৮ লাখ টাকা, স্বর্ণের অলংকার ৬ লাখ ৮৫৮ টাকা, সিগারেট ৪৫ হাজার টাকা, চকলেট ২৭ হাজার ১০০ টাকা এবং অন্যান্য খাদ্যসামগ্রীর দাম ৩০ হাজার ৯৪৫ টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী, অবৈধভাবে পণ্য আনলে এর সঙ্গে আনা বৈধ পণ্যও অবৈধ হিসেবে গণ্য হবে। আমরা তার সঙ্গে থাকা সব মালামাল জব্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

# ১৯.০৭.২০২২ চট্টগ্রাম #