চলমান সংবাদ

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ-মিছিল

সারাদেশে ক্রমাগত সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা। শনিবার (১৬ জুলাই) নগরীর নিউমার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক টিকলু দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশান রায়, স্কুল ছাত্র সম্পাদক আশিক এলাহী, অর্নব বড়ুয়া, সাজ্জাতুর জামান অভি, সুমন রহমান প্রমুখ। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নড়াইলের লোহাগড়ার সাম্প্রদায়িক হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতের সমস্ত সাম্প্রদায়িক হামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, শিথিলতাই সারাদেশে লোহাগড়ার মতো পরিস্থিতি ঘটানোর সুযোগ সৃষ্টি করেছে। এই নড়াইলেই কিছুদিন পূর্বে কলেজ শিক্ষকের ওপর কথিত ধর্ম অবমাননার অভিযোগে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে আক্রমণ, শারীরিক হেনস্থা এবং জুতোর মালা পরিয়ে কলেজ প্রাঙ্গণে ঘোরানো হয়। সুতরাং এসব সাম্প্রদায়িক অক্রমণকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর সুযোগ নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক সমীকরণ মেলাতে গিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলেছে সরকার। বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িক আক্রমণে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন দিচ্ছে। রামু, নাসিরনগরের সাম্প্রদায়িক আক্রমণের ঘটনার সাথে সরকারি দলের মদদের প্রমান পাওয়া গেছে। এ ধরনের প্রতিটি ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পাওয়া গিয়েছে সরকার দলীয় স্থানীয় নেতৃবৃন্দের। আগামী নির্বাচনের আগেই সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এতে একদিকে সরকারের লুটপাটসহ নানা অপকৌশল ঢাকা পরে যাচ্ছে, অন্যদিকে সমাজে এক ধরণের সাম্প্রদায়িক মানসিকতা গেড়ে বসেছে। পাহাড়েও চলছে জাতিগত নিধন। অবিলম্বে নড়াইলের ঘটনাসহ সকল সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, সহিংসতা কঠোর হাতে দমন করার আহবান জানানো হয়। # ১৬.০৭.২০২২ চট্টগ্রাম #